News71.com
 International
 21 Oct 17, 08:55 AM
 173           
 0
 21 Oct 17, 08:55 AM

কারাবন্দীদের দিনে চার ঘণ্টা মুক্ত বাতাসে ঘোরার সুযোগ দিতে নির্দেশ দিল নিউইয়র্ক আদালত ।।  

কারাবন্দীদের দিনে চার ঘণ্টা মুক্ত বাতাসে ঘোরার সুযোগ দিতে নির্দেশ দিল নিউইয়র্ক আদালত ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ কারাগারের সলিটারি সেলে বন্দীদের দিনে অন্তত চার ঘণ্টা খোলা হাওয়ায় যাওয়ার সুযোগ দিতে নতুন নির্দেশ জারি করেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর কার্যালয়। একই সঙ্গে স্থানীয় কারাগারগুলোর জন্য আরও বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। সলিটারি সেলে বন্দী যেকোনো বন্দীর ক্ষেত্রে দিনে অন্তত চার ঘণ্টা মুক্ত বাতাসে ঘোরার অনুমতি দেওয়ার বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বন্দীর কাছ থেকে নিরাপত্তাসংক্রান্ত কোনো ঝুঁকি থাকলেই কেবল এ বাধ্যবাধকতার ব্যত্যয় ঘটানো যাবে। একই সঙ্গে কোনো বন্দীকে সলিটারি সেলে এক মাসের বেশি রাখার ক্ষেত্রে অঙ্গরাজ্যকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে ১৮ বছরের কম বয়সী কাউকে এ ধরনের সেলে বন্দী রাখলে তা-ও প্রতিবেদন আকারে অবহিত করতে বলা হয়েছে।

নতুন নির্দেশ জারি করা হলেও এটি কার্যকর হতে আরও কিছু সময় লাগবে। এর আগে নতুন এ নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে। এ বিষয়ে এক বিবৃতিতে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কোমো বলেন,সব স্থানীয় কারাগারের ব্যবস্থাপনা ও বন্দীদের সঙ্গে কারা কর্তৃপক্ষের আচরণকে সমন্বয় ও স্বচ্ছ করতেই এ নির্দেশ জারি করা হয়েছে। চার ঘণ্টা উন্মুক্ত স্থানে ঘোরার সুযোগ করে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন,অনেক সময় বন্দীদের বিভিন্ন অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। কারাগার শাস্তি প্রদান নয়,বরং সংশোধনস্থল। কিন্তু এখানে বন্দী থাকাকালে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, সে জন্যই নতুন এ মানদণ্ড গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে ভেরা ইনস্টিটিউট অব জাস্টিসের প্রধান নিকোলাস টার্নার বলেন,সলিটারি সেল বিশেষত কম বয়সী বন্দীদের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। এ ছাড়া দীর্ঘদিন এ ধরনের সেলে বন্দী থাকলে অনেকের মধ্যেই নিঃসঙ্গতার কারণে অস্বাভাবিক বিভিন্ন আচরণ দেখা যায়। আর এমন নেতিবাচক প্রভাব সত্ত্বেও বহু কারাগারেই পাইকারি হারে আসামিদের এ ধরনের সেলে বন্দী রাখতে দেখা যায়। এ ধরনের চর্চা গ্রহণযোগ্য নয়। সবার আগে বন্দীদের শারীরিক ও মানসিক নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন