News71.com
 International
 12 Oct 17, 09:27 AM
 179           
 0
 12 Oct 17, 09:27 AM

বোনের পর এবার দলের কেন্দ্রীয় নেতৃত্বে আনলেন নিজের প্রাক্তন প্রেমিকাকে

বোনের পর এবার দলের কেন্দ্রীয় নেতৃত্বে আনলেন নিজের প্রাক্তন প্রেমিকাকে


আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটিতে তার সাবেক প্রেমিকা এবং পপতারকা হুয়ান সং উল’কে নিয়ে এসেছেন। রাজনীতির বাইরের একজনকে কীভাবে এত গুরুত্বপূর্ণ কমিটিতে আনা যায়,তা দেখে বিস্মিত হলেও কিমের সামনে মুখ খোলার সাহস পাচ্ছেন না কেউ। নামপ্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক জানান,কিম তাকে পুতুল করে রাখতে চান। আসলে কিম কাউকে বিশ্বাস করেন না। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন তাই তিনি চান দেশের সর্বোচ্চ কূটনৈতিক কমিটিতে তার কাছের লোকজন থাকুক। কয়েকদিন আগে নিজের বোনকে দেশের শীর্ষ পরিষদের সদস্য করেছিলেন কিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন