News71.com
 International
 30 Sep 17, 11:33 AM
 199           
 0
 30 Sep 17, 11:33 AM

নরেন্দ্র মোদী মিথ্যুক, তিনি মানুষকে কথা দিয়ে রক্ষা করেন না ।। রাজ ঠাকরে

নরেন্দ্র মোদী মিথ্যুক, তিনি মানুষকে কথা দিয়ে রক্ষা করেন না ।। রাজ ঠাকরে

আন্তর্জাতিক ডেস্ক :‌ সাধারণ মুম্বইবাসীর নিত্য ব্যবহার্য রেলের সুরক্ষার হাল ঠিক না করলে এখানে বুলেট ট্রেনের কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘‌মিথ্যেবাদী’‌ বলতেও ছাড়েননি তিনি। গতকাল শুক্রবার মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনে পদপিষ্ট হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রাজ। তাঁর কথায়, মোদি বড়বড় প্রতিশ্রুতি দেন। পরে তা খারিজ করে বলেন, এগুলো নির্বাচনী ভাঁওতা ছিল। কেমন করে দিনের পর দিন এমন মিথ্যা বলা যায়?‌


গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে এবং পরে সব বিবৃতি পাল্টেছেন মোদি। এরপরেই মহারাষ্ট্রে বুলেট ট্রেন গড়তে দেবেন না জানিয়ে রাজ ঠাকরে বলেন, ‘আমি বুলেট ট্রেনের জন্য একটি ইঁটও গাঁথতে দেব না যতক্ষণ মুম্বইয়ের নিত্য যাত্রীদের সমস্যার সমাধান হয়। মোদি যদি চান তবে তা গুজরাট থেকে বুলেট ট্রেন চালাতে পারেন। ওরা যদি ক্ষমতা প্রয়োগ করে তবে আমরাও প্রতিরোধ গড়ব।’‌ সুরেশ প্রভুকে সরিয়ে পীযূষ গোয়েলকে রেলমন্ত্রী করার পিছনে বুলেট ট্রেন প্রকল্পের হাত দেখছেন মারাঠি নেতা রাজ। রাখঢাক না করেই তিনি বলেছেন, ‘‌এই গোয়েলটা কোনও কাজের নয়। প্রভু অনেক কাজের ছিলেন।’‌ ক্ষুব্ধ রাজ আরও বলেছেন, দেশের লোক মারতে পাকিস্তানি শত্রুর দরকার নেই, রেলই যথেষ্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন