News71.com
 International
 16 Sep 17, 12:09 PM
 163           
 0
 16 Sep 17, 12:09 PM

সরকার বিরোধী বিক্ষোভ সহিংস হলে মার্শাল ল’জারি।।ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

সরকার বিরোধী বিক্ষোভ সহিংস হলে মার্শাল ল’জারি।।ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ঘোষণা দিয়েছেন যে,তার বিরুদ্ধে কম্যুনিস্ট ও অন্যান্য বামপন্থী দলগুলো যে ব্যাপক বিক্ষোপের ডাক দিয়েছে তা সহিংস রূপ নিলে এবং দেশে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করলে তিনি আগামী সপ্তাহে দেশব্যাপী মার্শাল ল’ জারি করতে পারেন। তার প্রতিরক্ষা সচিব গতকাল শুক্রবার এ কথা জানান।

প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেনজানা সাংবাদিকদের বলেন,তিনি (প্রেসিডেন্ট) বলেছেন,বামপন্থী দলগুলো যদি ব্যাপক বিক্ষোভ করার চেষ্টা করে,যদি রাজপথে আগুন জ্বালাতে শুরু করে, তাহলে দেশ বিপর্যস্ত হয়ে পড়বে,তখন আমি মার্শাল ল’ জারি করতে পারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন