আন্তর্জাতিক ডেস্কঃ সকল দেশের মাতৃভাষার মর্যাদা রক্ষার দাবিতে বিশ্বজুড়ে কনজারভ ইউর মাদার ল্যাংগুয়েজ’ শীর্ষক আন্দোলন শুরু করেছিল অস্ট্রেলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘এমএলসি মুভমেন্ট’। এই আন্দোলনের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সরকারের কাছে বেশ কয়েকটি দাবি জানায় সংগঠনটি। সেই দাবিগুলোর সমর্থন জানিয়ে গত ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরি বা এসিটি রাজ্য সংসদ (ক্যানবেরা) একটি প্রস্তাব পাস করেছে। এসিটি সংসদের বিরোধী দলীয় নেতা এলিস্টার ব্রুস কো এই প্রস্তাব উত্থাপন করেছিলেন।
এসিটি রাজ্য সংসদে উত্থাপিত দাবিগুলোর মধ্যে ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের লক্ষ্যে সকল প্রধান শহরে স্মৃতিসৌধ স্থাপন,কনজারভ ইউর মাদার ল্যাংগুয়েজ আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান এবং ভাষা সংরক্ষণের লক্ষ্যে বিশ্বের সকল গ্রন্থাগারে একুশে কর্নার প্রতিষ্ঠা করা। এসিটি রাজ্য সংসদ এ প্রস্তাবটি পাস করায় এমএলসি মুভমেন্ট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রাজ্য সংসদে প্রস্তাব পাসের সময় এমএলসি মুভমেন্ট চেয়ারপারসন নির্মল পালসহ বাংলাদেশি কমিউনিটির আরও অনেকে উপস্থিত ছিলেন।