News71.com
 International
 15 Sep 17, 02:50 AM
 167           
 0
 15 Sep 17, 02:50 AM

চীনে রেলওয়ে টানেল ধসে আটকা পড়েছে ৯ শ্রমিক।।

চীনে রেলওয়ে টানেল ধসে আটকা পড়েছে ৯ শ্রমিক।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি রেলওয়ে টানেল ধসে আটকা পড়েছে ৯ নির্মাণ শ্রমিক। তবে তাদের সবাই জীবিত রয়েছে বলে আজ শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। স্বায়ত্তশাসিত সিশুয়াংবান্না দাই জেলায় শ্রমিকরা কাজ করার সময় গতকাল বৃহস্পতিবার টানেলটি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা একটি মোবাইল ফোন সিগনাল এমপ্লিফায়ার স্থাপনের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জেলা কার্যালয় জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন