News71.com
 International
 15 Sep 17, 11:35 AM
 140           
 0
 15 Sep 17, 11:35 AM

জাপানকে লক্ষ্য করে ফের মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া।।  

জাপানকে লক্ষ্য করে ফের মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া।।   

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানকে লক্ষ্য করে ফের মিসাইল নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া। গতকাল বৃহস্পতিবার মিসাইল নিক্ষেপের বিষয়টি দাবি করা হয়। সূত্রের খবর,জাপানের ১,২০০ মাইল পূর্বে মহাসাগরে গিয়ে পড়েছে এটি। প্রত্যুত্তরে দক্ষিণ কোরিয়া ব্যালিস্টিক মিসাইল মহড়ায় নেমে পড়েছে বলেও জানা গেছে। চলতি বছরে উত্তর কোরিয়া অনেকগুলো মিসাইল টেস্ট করে। তার এই পদক্ষেপে কড়া নজর রয়েছে আমেরিকারও।

প্রসঙ্গত,গতকালই জাপানকে ডুবিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় উত্তর কোরিয়া। কার্যত যুদ্ধের প্ররোচনা দিতে শুরু দিল পিয়ংইয়ং। জাপানে বিধ্বংসী পরমাণু হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছে। জাপানের চারটি বৃহৎ দ্বীপকে পরমাণু অস্ত্রের আঘাতে সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন ওই মুখপাত্র। যে দ্বীপগুলো লক্ষ্য করা হয়েছে সেগুলো হলো- হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু।

পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়া যে ঔদ্ধত্য দেখাচ্ছে,তার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া দেওয়া সত্ত্বেও অবস্থানে অনড় পিয়ংইয়ং। সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল কিম জং উনের দেশ। তা নিয়ে উত্তেজনা অনেকটাই বেড়ে গেছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। সেই উত্তেজনার মধ্যেই জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে উত্তর কোরিয়া। এরপর জাপান তো বটেই,আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াও কঠোরতম সতর্ক বার্তা দিয়েছে উত্তর কোরিয়াকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন