আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-পাকিস্তান সীমান্তে গুলি বিনিময়ের ফলে শহিদ হলেন এক বিএসএফ জওয়ান। আজ শুক্রবার সকালে জম্মু জেলার আর এস পুরার আন্তর্জাতিক সীমানার কাছে আর্নিয়া সাব-সেক্টরে এ ঘটনাটি ঘটেছে। বিএসএফ সূত্রে খবর,ভারতের সেনা ছাউনির দিকে লক্ষ্য করে হঠাৎই গুলি চালাতে শুরু করে পাকিস্তান। তখনই এক জওয়ানের মৃত্যু হয়। তাঁর নাম ক্যাপ্টেন বিজেন্দ্র বাহাদুর সিং।
আর্নিয়ার ৯ জওয়ানের দিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলার জন্য পাকিস্তান মর্টার,অটোমেটিক ও ছোট অস্ত্র ব্যবহার করেছে। জওয়ানরা সাহসের সঙ্গে হামলার মোকাবিলা করেন। এখনও সীমান্তে গুলি বিনিময় চলছে বলে জানা গেছে। সূত্র আরো জানায়,আর এস পুরার আর্নিয়া সেক্টরের স্থানীয়দের সুরক্ষিত স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন মতো জরুরি পরিষেবার জন্য তৈরি আছে কর্তৃপক্ষ।