News71.com
 International
 14 Sep 17, 11:11 AM
 184           
 0
 14 Sep 17, 11:11 AM

পারমাণবিক পরীক্ষাকেন্দ্র ফের চালু করল উত্তর কোরিয়া।।

পারমাণবিক পরীক্ষাকেন্দ্র ফের চালু করল উত্তর কোরিয়া।।

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েকদিন আগেই উত্তর কোরিয়া পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী একটি হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে। এ পরীক্ষার পর কয়েকদিন পারমাণবিক পরীক্ষাকেন্দ্র বন্ধ ছিল। তবে তা আবার চালু করার বিষয়টি নজরে এসেছে স্যাটেলাইট চিত্রে। উত্তর কোরিয়ার পরমাণু হুমকিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ নানা দেশ দেশটির কর্মকাণ্ডের ওপর নজর রাখে। সম্প্রতি পারমাণবিক পরীক্ষার পর স্যাটেলাইটে তোলা ছবি বিশ্লেষণ করে মার্কিন বিশেষজ্ঞরা দেখতে পেয়েছেন,উত্তর কোরিয়া পুঙ্গি-রি নামে পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের যে স্থানে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা হয়েছে,সেখানে আবার প্রাণচাঞ্চল্য ফিরেছে।

গত ৩ সেপ্টেম্বর এ স্থানে পারমাণবিক পরীক্ষা করা হয়। এরপর ৮ সেপ্টেম্বর থেকেই সেখানে বিশালাকৃতি কার্গো ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছে পশ্চিমা বিশেষজ্ঞ ও সমরবিদরা। এ স্থানে উত্তর কোরিয়া আর কী করতে চায়,সে বিষয়টিও তারা বোঝার চেষ্টা করছেন। এর আগে পারমাণবিক পরীক্ষার পর গত বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় উত্তর কোরিয়া এক বিবৃতিতে ঘোষণা করে যে,হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাতে সক্ষম হয়েছে দেশটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন