
আন্তর্জাতিক ডেস্কঃ জিরাফকে আমরা পরিচিত একটি ছোপ রঙে দেখতে পাই। বিশ্বের যেখানেই জিরাফ থাকুক না কেন, তার রং হিসেবে সেটাই পরিচিত। কিন্তু সাদা জিরাফের কথা শোনা যায়। বাস্তবে কি পৃথিবীতে এখন সাদা জিরাফ রয়েছে? সম্প্রতি সে প্রশ্নেরই উত্তর মিলল। কেনিয়ায় পাওয়া গেল বিরল দুটি সাদা জিরাফ। সাদা জিরাফের বংশ বিস্তার একেবারেই কম। তবে কোথাও দেখা মিললে নজর কাড়ে সবার। এমনই একজোড়া সাদা জিরাফের সন্ধান মিলেছে।
দুটিরই শরীরের রং সাদা। ইতিহাসে এই প্রথম একসাথে দুটি সাদা জিরাফের দেখা মিলল। এর আগে সাদা জিরাফ দেখা গেলেও ছিল মাত্র একটি। কখনো দুটি সাদা জিরাফ একসাথে পাশাপাশি দেখা যায়নি। শান্ত ও নিরীহ সাদা জিরাফ দুটি দেখা গেছে কেনিয়ার ইশাকবিনি হিরোলা কনজানভেশনে। জিরাফ দুটির একটি মা জিরাফ এবং অপরটি বাচ্চা জিরাফ। যে অঞ্চলটিতে সাদা জিরাফ দুটি দেখা গেছে তা একটি এনজিও প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়ে থাকে।
তবে সাদা রংটি জিরাফের স্বাভাবিক গায়ের রং নয়। জিরাফ দুটি লিউসিজম রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্ত প্রাণিগুলোর ত্বকের কিছু কোষ ছাড়া বাকি কোষগুলো রঞ্জক উপাদান তৈরি করতে পারে না। তাই গায়ের রং সাদা দেখায়। স্থানীয় কর্মচারীরা এই বিরল জিরাফ দুটির একটি ভিডিও ধারণ করেন। পরে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। অঞ্চলটির একজন রেঞ্জার বলেন,আমি যখন লম্বা গলাওয়ালা প্রাণিটিকে দেখছিলাম,আমি তখন সাধারণ জিরাফের গায়ের দাগগুলো খুঁজছিলাম। কিন্তু সাদা জিরাফ দুটির ত্বকে কোনো দাগ দেখতে পেলাম না। তিনি বলেন,বাচ্চা জিরাফটির গায়ের রং কিছুটা তামাটে লাগলেও মা জিরাফটির গায়ের রং ছিল একেবারে সাদা। এ দুটি জিরাফের ভিডিওটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে।