News71.com
 International
 14 Sep 17, 11:06 AM
 197           
 0
 14 Sep 17, 11:06 AM

অভিনেতা ঋষির আক্রমণের মুখে রাহুল গান্ধী।।

অভিনেতা ঋষির আক্রমণের মুখে রাহুল গান্ধী।।

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারতন্ত্র নিয়ে বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে নিজের মনোভাব ব্যক্ত করেছিলেন রাহুল গান্ধী। রাহুলের বক্তব্যের পালটা দিলেন অভিনেতা ঋষি কাপুর। করলেন আক্রমণ। করলেন একাধিক টুইটবার্তা। উদাহরণ হিসেবে তুলে ধরলেন কাপুর পরিবারের কথা। বললেন,বংশ পরম্পরায় তাঁরা অভিনয় করছেন একথা ঠিক তবে ব্যক্তিগত কাজ ও দক্ষতায় তাঁরা মানুষের কাছ থেকে সম্মান অর্জন করেছেন।

গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতায় পরিবারতন্ত্র নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন রাহুল। বলেন, সারা পৃথিবীতে পরিবারতন্ত্র রয়েছে। ভারতবর্ষে এটা নতুন কিছু নয়। উদাহরণ দিতে গিয়ে আমাদের দেশের অখিলেশ যাদব, স্ট্যালিনের মতো রাজনীতিকদের প্রসঙ্গ টেনে আনেন। বলিউড তারকা অভিষেক বচ্চন ও শিল্পপতিদের মধ্যে আম্বানিদের উদাহরণও দেন তিনি। তাঁর কথায়,ভারতে এরকম হয়ে আসছে। এভাবে দেশ চলছে। প্রশ্ন হলো, পরিবারতন্ত্রের মাধ্যমে আসা সেই ব্যক্তি যোগ্য কিনা। দক্ষ কিনা।

এই বক্তব্যের প্রেক্ষিতে একের পর এক টুইট করেন ঋষি। নিজের পরিবারের উদাহরণ টেনে বলেন, ভারতীয় সিনেমার ১০৬ বছরের ইতিহাসে কাপুর পরিবার রয়েছে ৯০ বছর ধরে। প্রতিটি প্রজন্ম সাধারণ মানুষের কাছে ভালোবাসা পেয়েছে। শুধুমাত্র পরিবারতন্ত্রকে সামনে রেখে কোনও মানুষ নিজেকে সফল বলতে পারেন না। কাজ করে সাফল্য অর্জন করতে হয়। পরিবারতন্ত্রকে সামনে রেখে সবাইকে বদনাম করার প্রবণতা ঠিক নয়। জোর করে বা গুন্ডাগিরি করে মানুষের সম্মান, আস্থা অর্জন অসম্ভব। কাজ দেখিয়ে, যোগত্যায় তা অর্জন করতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন