
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের নাসিরিয়া শহরের একটি রেস্তোঁরা ও পুলিশ তল্লাশিকেন্দ্রে দুটো আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৮০ জন। দেশটির পুলিশ জানিয়েছে,নাসিরিয়ার দক্ষিণ-পশ্চিমে এক হামলাকারী রেস্তোঁরায় বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। এ সময় আরও ৩/৪ জন হামলাকারী সেখানে থাকা পুলিশের ওপর গুলি চালায়। এর কিছুক্ষণ পরই কাছের এক তল্লাশিকেন্দ্রে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে অন্তত চারজন ইরানি আছে বলে জানা গেছে। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।