News71.com
 International
 14 Sep 17, 09:49 AM
 131           
 0
 14 Sep 17, 09:49 AM

ক্যামেরুনে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৫।।  

ক্যামেরুনে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৫।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী হামলায় আন্তত ৫ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার না করলেও আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম এ ধরনের হামলার পেছনে জড়িত থাকার তথ্য রয়েছে।

সংগঠনটি নাইজেরিয়া,চাঁদ,নাইজার,ক্যামেরুনসহ আশপাশের অঞ্চলগুলোতে নিয়মিত আত্মঘাতী হামলা চালায়। সুত্র জানায়,১২ বছর বয়সী একটি নারী শিশু সান্দা-ওয়াদজিরি মসজিদে প্রবেশ করে আত্মঘাতী হামলা চালায়। মসজিদটি নাইজেরিয়ার সীমান্তের খুব কাছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন