News71.com
 International
 30 Aug 17, 02:00 AM
 199           
 0
 30 Aug 17, 02:00 AM

সব মজা ছাড়িয়ে এবার নেশার ওষুধের মডেলে ট্রাম্পের চেহারা।।

সব মজা ছাড়িয়ে এবার নেশার ওষুধের মডেলে ট্রাম্পের চেহারা।।


আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সবাই বেশ মজাই করেন। সরাসরি তাকে নিয়ে বিরূপ মন্তব্য করতেও পিছপা হন না অনেকে। তার চেহারা ও চুলের স্টাইল নকল করে মুরগির বা অন্য কোনো প্রাণীর চেহারাও আঁকানো হয়। কিন্তু এবারের বিষয়টি সবকিছুকে ছাপিয়ে গেলো। গত সপ্তাহে জার্মান পুলিশ এমন নেশার ওষুধ জব্দ করেছে যেগুলো বানানো হয়েছে ট্রাম্পের চেহারা দিয়ে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির চেহারা এখন উত্তেজনা বর্ধনকারী নেশাজাতীয় ওষুধেও মিলবে। জার্মান পুলিশ কমলা রংয়ের প্রায় ৫ হাজার ট্যাবলেট উদ্ধার করেছে। এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৬ হাজার ৯০০ মার্কিন ডলার বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়,জার্মানির উত্তর-পশ্চিমে শহরের এ৩০ হাইওয়েতে অস্ট্রিয়ায় নিবন্ধিত একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। গাড়িটিতে ছিলেন ৫১ বছরের এক ব্যক্তি এবং তার ১৭ বছরের ছেলে। বাবা-ছেলে জানান,তারা নেদারল্যান্ডসে একটি গাড়ি কিনতে গিয়েছিলেন। কিন্তু পছন্দ না হওয়ায় তারা বাড়ি ফিরে যাচ্ছেন। পুলিশ জানিয়েছে,গাড়ির ভেতর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার ছাঁচে উৎপাদিত পাঁচ হাজার পিস অ্যাস্টেসি ট্যাবলেট এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়,নেশার ওষুধগুলো ট্রাম্পের চেহারা আদলে তৈরি করা হয়েছে। গাড়ি এবং ওষুধগুলো জব্দ করা হয়েছে। আর বাবা-ছেলেকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন