News71.com
 International
 10 Aug 17, 10:35 AM
 173           
 0
 10 Aug 17, 10:35 AM

নিজের মেয়েকে ৬০০ বার ধর্ষণের দায়ে বাবার ১২,০০০ বছরের জেলের সম্ভবনা  

নিজের মেয়েকে ৬০০ বার ধর্ষণের দায়ে বাবার ১২,০০০ বছরের জেলের সম্ভবনা   

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের মেয়েকে প্রায় ৬০০বার ধর্ষণ করায় ১২,০০০বছরের জন্য জেল হতে পারে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। জানা গেছে,অপরাধ প্রমাণিত হলে এই ন্যাক্কারজনক কাজের জন্য ১২,০০০বছরের দণ্ড পাবে ওই ব্যাক্তি। আদালতের পক্ষ থেকে এক কর্মকর্তা জানান,৩৬ বছরের ডিভোর্সি এই অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দায়ের করতেই দুদিন সময় লেগে যায়। এর মধ্যে তার নাবালিক মেয়েকে বিকৃত শারীরিক সম্পর্কে লিপ্ত করার ক্ষেত্রে ৫৯৯টি অভিযোগ ছিল। এছাড়া,ধর্ষণ এবং যৌন অপরাধের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্ত জানায় সে নিরপরাধ। অভিযুক্তের জামিন ইতোমধ্যেই খারিজ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এও জানা গেছে যে,এই ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতার মা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন