News71.com
 International
 22 Jul 17, 12:14 PM
 164           
 0
 22 Jul 17, 12:14 PM

দুর্নীতি ও অব্যবস্থাপনায় কঙ্গোর ৭৫০ মিলিয়ন ডলার রাজস্ব উধাও।।

দুর্নীতি ও অব্যবস্থাপনায় কঙ্গোর ৭৫০ মিলিয়ন ডলার রাজস্ব উধাও।।

আন্তর্জাতিক ডেস্কঃ দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো'র খনি থেকে আগত রাজস্বের ২০ শতাংশই বেহাত হয়ে গেছে।এ ব্যাপারে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এক প্রতিবেদনে জানিয়েছেন, গত তিন বছরে কমপক্ষে ৭৫০ মিলিয়ন ডলারের কোন হিসাব পাওয়া যায়নি।এছাড়া আফ্রিকার এ দেশটির প্রেসিডেন্ট জোসেফ কাবিলার দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীর মধ্যে বেহাত হওয়া বিপুল পরিমানের এ অর্থ ভাগাভাগি হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।এদিকে, এ বিষয়ে সরকার কোন বক্তব্য দেয়নি।তবে এর আগে খনি খাতে কোন ধরনের দুর্নীতি হয়নি বলে দাবি করা হয়েছিল।কঙ্গো স্বর্ণ, ডায়মন্ড ও মোবাইল ফোনে ব্যবহারকৃত পদার্থ কোল্টান সমৃদ্ধ।তারপরও দীর্ঘ সময় ধরে অভ্যন্তরীণ সংঘাতের কারণে এর নাগরিকরা দারিদ্রতায় জর্জরিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন