News71.com
 International
 19 Jul 17, 08:48 AM
 169           
 0
 19 Jul 17, 08:48 AM

সাদ্দামের জামানা পতনের পর প্রথম বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইরাক।।    

সাদ্দামের জামানা পতনের পর প্রথম বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইরাক।।      

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের প্রাক্তন স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পতনের পর এই প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ‘ইয়াকিন-১-এর সফল পরীক্ষা চালাল ইরাক। ইরাকের সামরিক সরঞ্জাম উৎপাদনকারী একটি কোম্পানির বরাত দিয়ে এমনটাই বলা হয়েছে,ইয়াকিন-১ ক্ষেপণাস্ত্র ৩৫০ কেজি ওয়ারহেড বহন করে ‌‌১৫ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছেন। এবং এটির আন্তর্জাতিক মান নিয়ে কোনও প্রশ্ন নেই বলে দাবি সংস্থার।

ইরাকি সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম নির্মাণকারী কোম্পানি এর আগে ১০৭ মিলিমিটার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো কামান তৈরি করেছিল। ইরাকের প্রাক্তন স্বৈরশাসক সাদ্দাম দেশের সামরিক সরঞ্জামের জন্য পুরোপুরি বিদেশের ওপর নির্ভরশীল ছিলেন। সাদ্দামের পতনের পর গত প্রায় দেড় দশক সংঘর্ষ ও রক্তপাতের কারণে নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উৎপাদনের দিকে মনযোগ দিতে পারেনি বাগদাদ। তবে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সরকার এখন সমরাস্ত্রের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন