News71.com
 International
 17 Jul 17, 11:36 PM
 199           
 0
 17 Jul 17, 11:36 PM

মালয়েশিয়ায় শুরু হল দ্রুত গতির ট্রেন এমআরটি'র যাত্রা।।

মালয়েশিয়ায় শুরু হল দ্রুত গতির ট্রেন এমআরটি'র যাত্রা।।

আন্তর্জাতিক ডেস্কঃ বহু প্রতিক্ষার পর অবশেষে আজ থেকে চালু হলো মালয়েশিয়ায় সবচেয়ে দ্রুত গতির ট্রেন এমআরটি। এমআরটির বেশির ভাগ লাইন মাটির নিচ দিয়ে করা এবং বেশির ভাগ স্টেশন গুলিও মাটির নিচে।এই এমআরটি লাইন তৈরীতে খরচ হয়েছে প্রায় ৯৫ লাখ কোটি টাকা।এটি করতে গিয়েই মালয়েশিয়ার অর্থনীতি ব্যাপক ভাবে ধস নামে। বিশ্লেষকরা বলছেন এখন থেকে আবার মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা তর তর করে বাড়তে থাকবে।প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক আজ সুংগাই বুলু-কাজাং রূটের উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন