News71.com
 International
 16 Jul 17, 10:17 AM
 180           
 0
 16 Jul 17, 10:17 AM

আফগানিস্তানে সরকারি বাহিনীর ২৪ ঘন্টার অভিযানে ৭৭ জঙ্গি নিহত।।

আফগানিস্তানে সরকারি বাহিনীর ২৪ ঘন্টার অভিযানে ৭৭ জঙ্গি নিহত।।


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে গত ২৪ ঘন্টায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৭৭ জন জঙ্গি নিহত হয়েছে। এ সব অভিযানে আহত হয়েছে আরো ২৭ জন। গতকাল শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়,গত ২৪ ঘন্টায় আফগান বাহিনী বিমানের সহায়তায় বিভিন্ন প্রদেশে বেশকিছু অভিযান চালায়। এতে ১৭ আইএস যোদ্ধাসহ ৭৭ জন জঙ্গি নিহত ও অপর ২৭ জন আহত হয়েছে।

দেশটির নানগারহার, কুনার, নুরিস্তান, কাপিসা, পাকতিকা, খোস্ত, লোগার, কান্দাহার, জাবুল, ওরুজগান, কুন্দুজ, ফারিয়াব, তাকহার ও হেলমান্দ প্রদেশের বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়। অভিযানে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন