News71.com
 International
 14 Jul 17, 12:18 PM
 199           
 0
 14 Jul 17, 12:18 PM

গঙ্গা রক্ষায় কঠোর ব্যবস্থা আদালতের , ময়লা ফেললে জরিমানা ৫০ হাজার রূপি ।।

গঙ্গা রক্ষায় কঠোর ব্যবস্থা আদালতের , ময়লা ফেললে জরিমানা ৫০ হাজার রূপি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ গঙ্গা নদী রক্ষায় নদীটিকে ময়লা-আবর্জনা থেকে মুক্ত রাখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতের একটি আদালত। এজন্য গঙ্গা নদীতে কোনো বর্জ্য ফেলা বা নদীতীরের ৫০০ মিটারের মধ্যে বর্জ্যের ভাগাড় নিষিদ্ধ করেছে ভারতের একটি পরিবেশ আদালত। ময়লা ফেলার এই নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ৫০ হাজার রুপি জরিমানা দিতে হবে বলে জানিয়েছে। ভারতের দ্যা ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল। সম্প্রতি এক নির্দেশে উত্তরখান্ডের হরিদ্দার থেকে উত্তরপ্রদেশের উন্নাও পর্যন্ত ৫০০ কিলোমিটার এলাকার জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে।

শুধু জরিমানাই নয়,গঙ্গার ঘাটের ১০০ মিটারের মধ্যে যে সব এলাকা পড়ে তাকে ‘নো ডেভলপমেন্ট জোন’ঘোষণা করতে হবে বলেও নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল উত্তরপ্রদেশ সরকারকে শিগগিরই রাজ্যের কানপুর এলাকায় থাকা গঙ্গার তীরে থাকা শতাধিক ট্যানারি স্থানান্তরের নির্দেশ দিয়েছে। আর তা বাস্তবায়নে সরকারকে ছয় সপ্তাহের নির্দেশ দিয়েছে। উত্তর প্রদেশ এবং উত্তরাখন্ডের রাজ্য সরকারকেও বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে গঙ্গা অথবা তার কোনও উপনদীর ঘাটে যে সব ধর্মীয় আচার অনুষ্ঠান হয় তার উপরে নজরদারি চালাতে। তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে এখনও ভারত সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন