News71.com
 International
 13 Jul 17, 11:56 PM
 263           
 0
 13 Jul 17, 11:56 PM

মানবপাচার চক্রে অভিযুক্ত বিখ্যাত থাই পর্ন তারকা অ্যালিসা জাইদি আটক।।

মানবপাচার চক্রে অভিযুক্ত বিখ্যাত থাই পর্ন তারকা অ্যালিসা জাইদি আটক।।

 

নিউজ ডেস্কঃ মানব পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন বিখ্যাত পর্ন তারকা অ্যালিসা জাইদি৷ ১৬বছরের এক কিশোরিকে অনলাইনে বেঁচে দেওয়ার পরিকল্পনা করেন তিনি৷পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷মঙ্গলবার ব্যাংকক থেকে গ্রেফতার করা হয় তাকে৷পুলিশ এই ঘটনাটির তদন্তে নেমে একটি বড়সড় সেক্স ব়্যাকেটের হদিশ পায়৷লাইন ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে এই পাচারচক্রের কারবার চলত৷ওই অ্যাপটির মাধ্যমেই গোপনে কিশোরী মেয়েদের ছবি পাঠাতো অ্যালিস৷

সম্প্রতি এক পুলিশ অফিসারকে এক কিশোরির অর্ধনগ্ন ছবি পাঠাতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ে যায় অ্যালিসা।পুলিশের জেরার মুখে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেয় অ্যালিসা৷এমনকি ক্রেতার তালিকায় থাকে পুলিশ অফিসারও৷ ২৮হাজার টাকার বিনিময়ে ১৬বছরের একটি মেয়ের একটি চুক্তিও সে করে দেয়৷পুলিশ সূত্রে খবর, এই ২৮হাজার টাকার মধ্যে সে নিজের কাছে রেখেছিল ১৮হাজার টাকা৷বাকি টাকাটা ওই কিশোরি মেয়েটিকে দেওয়ার পরিকল্পনা করেছিল অ্যালিসা৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন