আন্তর্জাতিক ডেস্কঃ দেশের বাইরে এই প্রথম সামরিক ঘাঁটি তৈরি করেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। আফ্রিকান দেশ জিবুতিতে ওই ঘাঁটির কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে দুটি জাহাজে করে সেনাও প্রেরণ করেছে তারা।জিবুতির ওই ঘাঁটিতে যাওয়ার উদ্দেশ্যে গত মঙ্গলবার দুটি চীনা জাহাজ দেশটির জানজিয়াং বন্দর থেকে যাত্রা করে।তবে জাহাজ দুটিতে ঠিক কতো সংখ্যক চীনা সেনা রয়েছে তা জানা যায়নি।
দেশের বাইরে প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করতে আফ্রিকার দেশ জিবুতির পথে রওনা হয়েছে চীনের সামরিক জাহাজের বহর।বন্ধুত্বপূর্ণ আলোচনা এবং দুই দেশের জনগণের আগ্রহের মধ্য দিয়েই এই উদ্যোগ নেয়া হয়েছে।চীনের প্রথম বৈদেশিক নৌঘাঁটি স্থাপনে জিবুতিকে বেছে নেওয়ার কারণ হলো দেশটির কৌশলগত অবস্থান।এটি ভারত মহাসাগরের উত্তর পশ্চিম তীরে অবস্থান করছে ।
গত বছর থেকেই চীন জিবুতিতে নৌঘাঁটি গড়ে তোলার নির্মাণ কাজ শুরু করেছিল।এই ঘাঁটি থেকে চীন ইয়েমেন ও সোমালিয়ার তীরে শান্তিরক্ষা ও মানবিক সাহায্যের জন্য তাদের নৌবাহিনীকে ব্যবহার করবে।চীনের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যেই দেশের সামরিক উন্নয়ন অপরিহার্য। এটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে নয়। লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথে সুয়েজখালে অবস্থিত জিবুতিতে যুক্তরাষ্ট্র, জাপান ও ফ্রান্সের সামরিক ঘাঁটি আগে থেকেই রয়েছে।