News71.com
 International
 13 Jul 17, 11:11 AM
 216           
 0
 13 Jul 17, 11:11 AM

কাতার সংকট নিরসনে মধ্যস্থতা করতে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।।

কাতার সংকট নিরসনে মধ্যস্থতা করতে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের সঙ্গে জঙ্গিবাদ বিরোধী সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর এবার সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।তবে তার এ সফরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে কাতার সংকট নিরসনের বিষয়টি।বলা হচ্ছে কাতার ও অন্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যেই আলোচনার জন্য সৌদি আরবে গেছেন টিলারন।এ সফরে সৌদি বাদশা সালমান ও কাতারের ওপর অবরোধ আরোপকারী চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সংকট নিরসনের প্রচেষ্টায় মঙ্গলবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন টিলারসন।

বৈঠকের পর টিলারসন বলেন, কাতার তার অবস্থানে সম্পূর্ণ ঠিক আছে এবং তাদের অবস্থান যুক্তিসঙ্গত। টিলারসন ও কাতারি পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ঘোষণা করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং এর অর্থায়নে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে একটি চুক্তি হয়েছে।তবে মোহাম্মদ বিন আবদুল রহমান বলেছেন, এ চুক্তিতে সাম্প্রতিক উপসাগরীয় দ্বন্দ্ব নিয়ে কিছু উল্লেখ নেই।অন্যদিকে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নতুন এই চুক্তিকে যথেষ্ট নয় বলে উল্লেখ করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। তারা আরো বলেছে, সন্ত্রাসবাদে সমর্থন বাদ দিতে কাতারের ওপর চার আরব দেশ ও তাদের মিত্রদের দীর্ঘদিনের চাপ সৃষ্টি ও আহ্বানের ফলে শেষ পর্যন্ত এ চুক্তি করেছে দোহা। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে কাতার।সন্ত্রাসে অর্থায়ন ও ইরানকে সাহায্য করার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। স্থল, আকাশ ও নৌপথে যোগাযোগ বন্ধ করায় ও বাণিজ্য স্থগিত থাকায় উপসাগরীয় অঞ্চলে সংকট তৈরি হয়েছে। সংকট থেকে উত্তরণে কুয়েত মধ্যস্থতা করেও কোনো উপায় বের করতে পারেনি। এখন মধ্যস্থতার ভূমিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন