আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জর্ডানের সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত থেকে দেশটির জর্ডান ও ইসরায়েল সীমান্তঘেঁষা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দেরা, সুওয়েইদা ও কুনেইত্রা- এই তিন প্রদেশে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে কোনো ধরনের হামলা বা সংঘর্ষ হয়নি।ওই অঞ্চলে শান্ত পরিবেশ বিরাজ করছে।দেরা শহরের এক বিদ্রোহী কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, উল্লেখযোগ্য কোনো যুদ্ধের ঘটনা ঘটেনি।
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দেওয়ার কারণ, সেখানে যুক্তরাষ্ট্রের সমর্থিত বাহিনী বেকায়দায় রয়েছে।এই যুদ্ধবিরতির পেছনে বিদেশি স্বার্থ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের স্বার্থ রয়েছে।সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল ভূরাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল অঞ্চল।এর পশ্চিমে রয়েছে ইসরায়েল এবং দক্ষিণে রয়েছে জর্ডান।এই উভয় দেশ উদ্বেগে রয়েছে, তাদের সীমান্ত ঘিরে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।শান্তি প্রক্রিয়ার কথা মাথায় রেখে এর আগেও সিরিয়ায় এ ধরনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তবে বেশি দিন যুদ্ধ থামিয়ে রাখার ক্ষেত্রে সব চুক্তিই ব্যর্থ হয়েছে।
কিন্তু শনিবার মধ্যরাতে জারি করা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার বলেছেন, ‘এই চুক্তিতে পৌঁছাতে যে অগ্রগতি হয়েছে, তাতে যুক্তরাষ্ট্র উৎসাহিত।ম্যাকমাস্টার বলেন, ‘আইএস-কে পরাজিত করতে, সিরিয়া সংঘর্ষের সমাপ্তি টানতে, সিরীয়দের ভোগান্তি কমাতে এবং লোকজনকে তাদের ঘরে ফেরার সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে।তিনি আরো বলেন, ‘এসব সাধারণ লক্ষ্য অর্জনে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এদিকে, সিরিয়া সরকারও তিন প্রদেশে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে।তবে এ ধরনের যুদ্ধবিরতি এর আগে নির্দিষ্ট সময়ের পূর্বেই ভণ্ডুল হতে দেখা গেছে।