News71.com
 International
 05 Jul 17, 12:15 PM
 182           
 0
 05 Jul 17, 12:15 PM

ইসরায়েলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ফুলের নামকরণ ।।

ইসরায়েলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ফুলের নামকরণ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সফরের শুরু থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ইসরায়েলে সারপ্রাইজ তৈরি করা হয়েছিল। প্রথমে মোদিকে রেড কার্পেট অভ্যর্থনা। তার উপর নজিরবিহীনভাবে বিমানবন্দরে আসেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুদ্ধ হিন্দিতে স্বাগত জানান মোদিকে। আর তারপরেই ইসরায়েলের এক বিশেষ ফুলের নামকরণ করা হয় মোদির নামে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় এই জানান। ওইদিন তেল আবিবে একটি ফুলের ফার্মে এদিন যান নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে ইসরায়েলের উন্নতি কৃষি-প্রযুক্তির বিষয়ে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। আর সেখানেই মোদিকে সম্মান জানাতে 'ক্রিসানথুমান' নামে একটি ফুলের নামকরণ করা হয় মোদির নামে। এবার থেকে ওই ফুলকে 'মোদি' নামেই চিহ্নিত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন