News71.com
 International
 02 Jul 17, 05:12 PM
 196           
 0
 02 Jul 17, 05:12 PM

আফগানিস্তানে তালেবানদের গলা কেটে উল্লাস করছে আইএস।।  

আফগানিস্তানে তালেবানদের গলা কেটে উল্লাস করছে আইএস।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে এক সময় দাপিয়ে বেড়িয়েছে তালেবান,সেই আফগানিস্তানেই এবার ইসলামিক স্টেটের হাতে কচুকাটা হচ্ছে তালেবান৷ দুই জঙ্গি সংগঠনের পারস্পরিক লড়াইয়ের অন্যতম কেন্দ্র আফগানভূমি। জানা গেছে,অন্তত ১০ তালেবানের গলা কেটে উল্লাস প্রকাশ করেছে আইএস জঙ্গিরা৷ যদিও এই বিষয়ে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানায়নি। সম্প্রতি আলকায়দা জঙ্গি সংগঠনের প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের গোপন ঘাঁটি তোরা বোরা গুহা দখল করে নিয়েছিল ইসলামিক স্টেট৷ পরে পাল্টা সেনা অভিযানে সেখান থেকে সরে গিয়েছে তারা৷

জোযান প্রদেশের দারজাব জেলার আকবালাক গ্রাম দখল করেছে আইএস৷ সেই গ্রাম থেকেই ১০ তালেবানকে বন্দি করা হয়৷ এরপর প্রত্যেকের মাথা কেটে নেয় আইএস জঙ্গিরা৷ দারজাব জেলার দখল নিয়ে গত কয়েক সপ্তাহ থেকে তালেবান বনাম আইএস লড়াই চলছে৷ উত্তর পশ্চিম আফগানিস্তানের জোযান প্রদেশ৷ প্রতিবেশী রাষ্ট্র তুর্কমেনিস্তান লাগোয়া৷ ইরাক ও সিরিয়ার মাটিতে ক্রমাগত জমি হারাতে থাকা আইএসের নতুন লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া৷ সেই লক্ষ্যে পাকিস্তান ও আফগানিস্তানে সংগঠন বাড়িয়ে তুলছে আইএস৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন