আন্তর্জাতিক ডেস্কঃ ১৯৬২ সালের ভারতের সঙ্গে আজকের ভারতকে গুলিয়ে ফেলবেন না-বেইজিংকে এমনই কঠোর শব্দে জবাব দিয়েছে নয়াদিল্লি। দুপুরে সাংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বললেন, চীন অন্য দেশের এলাকায় ঢুকে তা দখল করার চেষ্টা করছিল। ভারত এমনটা হতে দেবে না বলেও জেটলি জানান। গত কয়েক দিন ধরে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিতে শুরু করেছে চীন। সিকিম সীমান্তে দু’দেশের বাহিনী এখন পরস্পরের মুখোমুখি অবস্থানে। ভুটানের এলাকায় ঢুকে চীন রাস্তা তৈরির চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে দেশটি। এলাকাটি ভারতীয় সীমান্তেরও লাগোয়া। ভুটান সরকারি ভাবে এই চীনা আগ্রাসনের প্রতিবাদ জানায় এবং ভারত ভুটানের দিকে সহায়তার হাত বাড়িয়ে ভারত-ভুটান-চীন সীমান্ত সংলগ্ন ওই এলাকায় বড়সড় বাহিনী পাঠিয়ে দেয়।
চীন অভিযোগ করছে,ভারতীয় বাহিনী চীনের এলাকায় ঢুকেছে। ভারতকে এবার শিক্ষা দেওয়া দরকার। তাতেই থামেনি চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদ সম্মেলন ডেকে একটি ছবি দেখান এবং দাবি করেন,সিকিম সেক্টরে ভারতীয় সেনা সীমান্ত লঙ্ঘন করেছে। ভারত সেনা প্রত্যাহার না করলে কোনও আলোচনা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল বৃহস্পতিবার মুখ খোলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।ওই মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতকে হুঁশিয়ারি দিয়ে ১৯৬২ সালের যুদ্ধের কথা মনে করিয়ে দেন। ভারত ইতিহাসের শিক্ষা ভুলে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ১৯৬২ সালের যুদ্ধে ভারতকে যে পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল,আবার সেই পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। চীনের এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে কঠোর জবাব দিয়েছে ভারত। এ দিন সকালে প্রথমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে মুখ খুলেছে। সিকিম সীমান্তে চীন যে ধরনের কার্যকলাপ শুরু করেছে,তা অবিলম্বে বন্ধ করা হোক— হুঁশিয়ারি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তারা বলেছে,১৬ জুন চীনের সেনাবাহিনীর নির্মাণকর্মীদের একটি দল ভুটানের ডোকা লা এলাকায় ঢোকে এবং রাস্তা তৈরির চেষ্টা করে। জানা গিয়েছে,রয়্যাল ভুটান আর্মির সদস্যরা চীনা বাহিনীকে একতরফা ভাবে রাস্তা তৈরির থেকে বিরত করার চেষ্টা করে। চীনের এই কার্যকলাপ অত্যন্ত উদ্বেগজনক এবং এই আগ্রাসনের ফলে ত্রিদেশীয় সীমান্তে ‘স্থিতাবস্থা’ নষ্ট হচ্ছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার জন্য বেইজিংকে সরকারি ভাবেই বার্তা পাঠিয়েছে নয়াদিল্লি,জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুপুরের দিকে মুখ খোলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন,যদি চীন ১৯৬২ সালের কথা আমাদের মনে করিয়ে দিতে চায়,তা হলে বলব,১৯৬২ সালের পরিস্থিতি অন্য রকম ছিল,এখনকার ভারত অন্য রকম। ২০১২ সালে চীন এবং ভারতের মধ্যে একটি সীমান্ত সংক্রান্ত সমঝোতা হয়েছিল। ভারত,চীন এবং অন্য কোনও দেশের সীমান্ত যে সব এলাকায় মিলছে,সেই সব এলাকায় সীমান্ত সংক্রান্ত জটিলতার সমাধান তিন দেশের আলোচনার ভিত্তিতে হবে বলেই চুক্তি হয়েছিল। ভারত-ভুটান-চীন সীমান্তে এখন চীন যা করছে,তাতে ২০১২ সালের ওই সমঝোতার শর্ত লঙ্ঘিত হচ্ছে বলে ভারত জানিয়েছে।