News71.com
 International
 29 Jun 17, 03:02 PM
 157           
 0
 29 Jun 17, 03:02 PM

ভারতে সরকারী কর্মীদের বেতন বাড়ালেও বাসস্থান সুবিধা কমাচ্ছে সরকার।।

ভারতে সরকারী কর্মীদের বেতন বাড়ালেও বাসস্থান সুবিধা কমাচ্ছে সরকার।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনের সুপারিশে গতকাল বুধবারই সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সুপারিশে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকছে,সেরকমই খারাপ খবরও রয়েছে। প্রতিবেদন অনুযায়ী,সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বাড়তে চলেছে। কিন্তু কমে যাচ্ছে বাড়ি ভাড়ার ভাতা বা এইচআরএ।

এখানেই শেষ নয়,কেন্দ্রীয় সরকার চাইছে,কর্মীরা সরকারি আবাসন ছেড়ে নিজ নিজ বাড়িতে থাকুন। অর্থাৎ,নিজেদের বসবাসের ব্যবস্থা নিজেদেরই করতে হবে কর্মীদের। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,এক্স,ওয়াই এবং জেড ক্যাটাগরি শহরগুলির জন্য যথাক্রমে ২৪,১৬ এবং ৮ শতাংশ এইচআরএ রেট নির্ধারণ করা হয়েছে। বর্তমানে যা ৩০,২০ এবং ১০ শতাংশ হারে দেওয়া হয়। কর্মীদের জন্য আবাসন নির্মাণ এবং তার রক্ষণাবেক্ষণের খরচ কমানোই সরকারের লক্ষ্য। সেই কারণেই সরকার চাইছে,সরকারি আবাসন বা বাড়ি ছেড়ে নিজস্ব বাড়িতে থাকতে শুরু করুন কর্মীরা।

সরকারি কর্মীদের এইচআরএ কমিয়ে দিলেও সেনাবাহিনীর জন্য বরাদ্দ বাড়িয়েছে মোদি সরকার। সেনাকর্মীদের সিয়াচেন ভাতা বাড়িয়ে ১৪ হাজার থেকে ৩০ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিসারদের ক্ষেত্রে এই ভাতা বাড়িয়ে ২১ হাজার থেকে ৪২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এছাড়াও,পাহাড়ি এলাকায় মোতায়েন থাকা সেনা কর্মকর্তারা আহত হলে,আঘাত অনুযায়ী ২৭০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে। বর্তমানে এর পরিমাণ ছিল ৮১০ টাকা থেকে ১৬ হাজার ৮০০ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন