News71.com
 International
 29 Jun 17, 12:34 PM
 173           
 0
 29 Jun 17, 12:34 PM

ব্রিটেনে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত রফতানি অব্যাহত রাখার খবরে স্বস্তিতে ব্যবসায়ীরা ।

ব্রিটেনে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত রফতানি অব্যাহত রাখার খবরে স্বস্তিতে ব্যবসায়ীরা ।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পরও বাংলাদেশসহ ৪৮টি উন্নয়নশীল দেশ থেকে বিনা শুল্কে পণ্য রফতানির বিশেষ সুবিধা অব্যাহত রাখবে ব্রিটেন। গতকাল বিবিসি থেকে প্রকাশ করা এ সংবাদে স্বস্তি ফিরে এসেছে রফতানিকারকদের মাঝে। ব্রেক্সিটের পর থেকে বাংলাদেশের রফতানিকারকেরা ব্রিটেনের বাজার নিয়ে কিছুটা অনিশ্চতার মধ্যে ছিলেন। গত রোববারের এই ঘোষণার পর সেই অনিশ্চয়তার অবসান হবে বলে আশা করছেন তারা।রফতানি বাজার পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশসহ ৪৮টি দরিদ্র এবং উন্নয়নশীল দেশ থেকে ব্রিটেন বছরে ১৯০০ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের পণ্য আমদানি করে। তৈরী পোশাকের ৪৫ শতাংশই যায় বাংলাদেশসহ এই ৪৮টি দেশের কয়েকটি থেকে। ব্রিটেন বাংলাদেশী পণ্যের তৃতীয় বৃহত্তম ক্রেতা। গত অর্থবছরে ব্রিটেনে বাংলাদেশের রফতানি ৪০০ কোটি ডলারের কিছু বেশি ছিল। রফতানির বেশির ভাগই ছিল তৈরী পোশাক।


ব্রিটিশ সরকার বলছে, ব্রেক্সিটের পরও ইইউর করা সেই চুক্তি অব্যাহত রাখবে দেশটি। সরকার ঘোষণা করেছে, সব সুবিধেই অব্যাহত থাকবে। ব্রিটিশ আন্তর্জাতিক সহায়তাবিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল গত রোববার বিবিসিকে বলেন, আেমাদের এই প্রতিশ্রুতি বিশ্বের দরিদ্র মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। ইউরোপীয় ইউনিয়নের দেয়া সুবিধে অনুযায়ী ব্রিটেনসহ ইউরোপের ব্যবসায়ীরা ৪৮টি উন্নয়নশীল দেশ থেকে বিনা শুল্কে আমদানি করতে পারে।এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি মো: সিদ্দিকুর রহমান গতকাল সুত্রকে বলেন, আমরা আশাবাদী ছিলাম, ব্রেক্সিটের পরও এ সুবিধা অব্যাহত থাকবে। কিন্তু ঘোষণা না আসা পর্যন্ত অস্বস্তি ছিল। কারণ, ব্রিটেন আমাদের অনেক বড় বাজার। নতুন করে ঘোষণা আসায় আমাদের মধ্যে স্বস্তি ফিরেছে। আশা করছি এর মাধ্যমে রফতানি আরো বাড়ানোর পথ সুগম হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন