আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে চীনে। এমনই অভিযোগ করে মানস সরোবর যাত্রা বন্ধ করার হুঁশিয়ারি দিল চীন। যতক্ষণ না ভারতীয় সেনা চীনে অনুপ্রবেশ বন্ধ করবে ততক্ষণ মানস সরোবর যাওয়ার অনুমতি দেয়া হবে না। এদিকে ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, সোমবারই সিকিমের সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশ করে দু’টি বাঙ্কার ধ্বংস করেছিল চীনা বাহিনী। ভারতীয় ফৌজ তার পাল্টা জবাবও দেয়। মানব প্রাচীর গড়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে। তার ভিডিওগ্রাফিও করে রাখা হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। সোমবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং সাং জানয়েছিলেন, নিরাপত্তার কারণেই মানস সরোবর যাত্রার অনুমতি দিচ্ছে না চীন।
প্রচণ্ড বৃষ্টির কারণে ধসে বিপর্যস্ত হয়ে রয়েছে তিব্বতের বিভিন্ন রাস্তা। বেইজিং সে কথা দিল্লিকে জানিয়েছে বলেও দাবি করেছিলেন জেং সাং। আর তার পরের দিনই উল্টো অভিযোগ আর হুঁশিয়ারি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই নিয়ে কূটনৈতিক আলোচনাও শুরু হয়েছে বলে জানিয়েছে চীন। তবে ভারতীয় সেনা চীনের ভূখণ্ড থেকে না সরলে তারা মানস সরোবর যাত্রা হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত দু’দফায় ১০০ জন তীর্থযাত্রীকে নাথু লা থেকে ফিরিয়ে গ্যাংটকে আনা হয়েছে। আরো তিন শ' তীর্থযাত্রী দিল্লিতে অপেক্ষা করছেন। তাদের এখনো ভিসা মঞ্জুর করেনি চীন। ২০১৫ থেকেই সিকিমের নাথু লা দিয়ে তিব্বত হয়ে মানস সরোবর যাত্রা হচ্ছে। আগে উত্তরাখণ্ড দিয়ে হতো এই কৈলাস যাত্রা।
তাতে অবশ্য সময় অনেক বেশি থাকত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগেই চীন নাথুলা পাস দিয়ে কৈলাস যাত্রার পথ খুলে দেয়। সেকারণে প্রতিবছর যাত্রা শুরুর আগে নাথুলা পাসে দুই দেশের কর্তব্যরত সেনা কর্মকর্তারা একটি বৈঠক করেন। এবারও সে বৈঠক হয়েছিল। কিন্তু এবার সেই বৈঠকে চীন দাবি করে সিকিমের ডোকো লে থেকে বাঙ্কার সরাতে হবে ভারতীয় সেনাকে। তাতে অবশ্য রাজি হয়নি ভারত। উল্টে বাঙ্কারটি অত্যাধুনিক করায় উদ্যোগী হয়। এতেই বেজায় চটে গিয়ে সোমবার বাঙ্কার দু’টি গুঁড়িয়ে দেয় চীনা বাহিনী। পাল্টা হামলা চালায় ভারতীয় সেনা। পরিস্থিতি স্বাভাবিক করলে ফ্ল্যাগ মিটিংও করা হয়। কিন্তু তাতে কোনো সমাধানসূত্র বেরোয়নি। তার জেরে কোপ পড়েছে মানস যাত্রায়।