News71.com
 International
 24 Jun 17, 10:47 AM
 157           
 0
 24 Jun 17, 10:47 AM

স্কুলে সন্ত্রাসী হামলা মোকাবিলায় শিক্ষকদের অস্ত্র প্রশিক্ষণ ।

স্কুলে সন্ত্রাসী হামলা মোকাবিলায় শিক্ষকদের অস্ত্র প্রশিক্ষণ ।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলোরাডোতে শিক্ষকদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য কলোরাডোতে শিক্ষকদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁরা শ্রেণিকক্ষেও এই অস্ত্র নিয়ে যেতে পারবেন। দেশটির স্কুলগুলোতে গোলাগুলির ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।বলা হয়েছে, কলোরাডোর ওয়েল্ড কাউন্টিতে ১৭ জন শিক্ষক ও স্কুলের কর্মকর্তাদের তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কলোরাডানস ফর সিভিল লিবার্টিজ নামের একটি রক্ষণশীল সংগঠন এই প্রশিক্ষণের আয়োজন করে।এই বিশেষ প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে ফাস্টার। ২০১২ সালে কানেকটিকাটের নিউটাউনে স্যান্ডি স্কুলে গোলাগুলির ঘটনার পর জরুরি অবস্থা মোকাবিলায় এ উদ্যোগ নেয়।এ সংগঠনের প্রতিষ্ঠাতা লরা কারনো বলেন, অফ ডিউটিতে থাকা পুলিশ কর্মকর্তাদের দিয়ে শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো জরুরি অবস্থা মোকাবিলা করতে অংশগ্রহণকারীদের প্রস্তুত করে তোলা।

লরা কারনো বলেন, ‘এই পৃথিবীতে অনেক বিপজ্জনক ঘটনা ঘটে। সেগুলোর জন্য প্রস্তুত থাকা উচিত। সে জন্যই শ্রেণিকক্ষে শিক্ষকদের অস্ত্র নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে।কলোরাডো রাজ্যের প্রচলিত আইন অনুযায়ী, স্কুলের কর্মকর্তারা যতক্ষণ পর্যন্ত অস্ত্র জনসমক্ষে আনবেন না, ততক্ষণ পর্যন্ত তা বহন করতে পারবেন। এ জন্য অবশ্যই তাঁদের প্রয়োজনীয় অনুমতি ও লাইসেন্স থাকতে হবে।কারনো জানিয়েছেন, প্রশিক্ষণে অংশ নেওয়া বেশির ভাগ শিক্ষক গ্রামের স্কুলগুলোতে চাকরি করেন। ওই সব এলাকায় জরুরি অবস্থায় পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগে। সেই সময়ে একজন শিক্ষক কীভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলা করবেন, সেটিই শেখাচ্ছেন প্রশিক্ষকেরা।সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহত মানুষের সংখ্যাও বেশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, শিক্ষক ও স্কুলের অন্য কর্মকর্তারা অস্ত্র চালানোর প্রশিক্ষণ পেলে তা এ ধরনের হামলা ঠেকাতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন