News71.com
 International
 22 Jun 17, 06:22 PM
 140           
 0
 22 Jun 17, 06:22 PM

ন্যাটো যুদ্ধবিমানের ধাওয়া খেল রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিমান।। রাশিয়ার পাল্টা জবাব

ন্যাটো যুদ্ধবিমানের ধাওয়া খেল রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিমান।। রাশিয়ার পাল্টা জবাব

 

আন্তর্জাতিক ডেস্কঃ ন্যাটোর একটি যুদ্ধবিমান রুশ প্রতিরক্ষমন্ত্রী সের্গেই সোইগুকে বহনকারী বিমানকে তাড়া করেছে। পরে অবশ্য রাশিয়ান একটি যুদ্ধবিমান গিয়ে তাদের সে অবস্থা থেকে উদ্ধার কর। গতকাল বুধবার বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার সময় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে বহনকারী বিমানটিকে তাড়া করে ন্যাটোর যুদ্ধবিমান। পরে অবশ্য নিরাপত্তায় নিয়োজিত আরেকটি রুশ যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে সরে যায় ন্যাটোর বিমানটি।

সে সময় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী কালিনিনগ্রাদ ছিটমহলে যাচ্ছিলেন। সেখানে নিরাপত্তা ইস্যুতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। এদিকে,রাশিয়ার অভিযোগের পর ন্যাটো জানিয়েছে,তারা রুশ বিমান শনাক্ত করেছে। কিন্তু এটি যে রাশিয়ার বিমান,তা তারা বুঝতে পারেনি। এ ধরনের ঘটনা প্রায়ই বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা সঞ্চারিত হলে ঘটতে দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন