আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস'র অস্ত্র ভান্ডার এবং সদর দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত ৭ জুন তেহরানে জঙ্গি হামলার জবাব হিসেবে ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।জানা গেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সিরিয়ার দেইর আল-জোর প্রদেশে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যম পাল্লার ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আইআরজিসি জানিয়েছে, ইরাকের আকাশসীমা পেরিয়ে মোট ৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানের এসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সিরিয়ায় আইএস অবস্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে। তেহরানে আইএস হামলার ১২ দিন পর আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের সামরিক শক্তির প্রমাণ দিয়েছে।
উল্লেখ্য গত ৭ই জুন তেহরানে আইএস দুটি হামলায় ১৮ বেসামরিক ব্যক্তি নিহত ও ৫২ জন আহত হয়। ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে ইরানের সক্ষমতা, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশটির শক্তিমত্তারই প্রমাণ। সিরিয়ায় আইএস ঘাঁটির ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস লিখেছে, “এই হামলা থেকে একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সমর শক্তির প্রমাণ পাওয়া যায়।অন্যদিকে সৌদি আরব, ইসরায়েল ও আমেরিকার জন্যও সতর্ক বার্তা হিসাবে দেখা হচ্ছে। এবং এ অঞ্চলে আমেরিকার অনেকগুলো সামরিক ঘাঁটি থাকায় বিষয়টি তাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ।