আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে জঙ্গি হামলায় 'পৃষ্ঠপোষকতা' দেয়ার অভিযোগ এনে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মূল্যায়নের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ওয়াশিংটন প্রশাসনের অভিযোগ, আফগানিস্তানে হামলা পরিচালনাকারী জঙ্গিদের জন্য 'অভয়ারণ্য' হিসেবে ব্যবহৃত হচ্ছে পাকিস্তানের মাটি। আর এই ইস্যুতে নিশ্চুপ আছে ইসলামাবাদ প্রশাসন। নাম না প্রকাশের শর্তে মার্কিন কিছু কর্মকর্তা স্থানীয় সময় গত সোমবার এমন তথ্য জানান। মার্কিন কর্মকর্তারা জানান, কঠোর আচরণ হিসেবে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে থাকছে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার সংখ্যা বাড়িয়ে দেয়া, পাকিস্তান থেকে বেশকিছু মার্কিন সহায়তা প্রত্যাহার করে নেয়া এবং পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের দেয়া 'ন্যাটো বহির্ভূত বড় মিত্র'র মর্যাদা ফিরিয়ে নেয়ার পরিকল্পনা। অবশ্য, এই পদক্ষেপে সফল হওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দিহান যুক্তরাষ্ট্রের কোনো কোনো কর্মকর্তা। তাদের যুক্তি_ জঙ্গিগোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থন বন্ধে যুক্তরাষ্ট্রের আগের প্রচেষ্টাগুলো যেভাবে ব্যর্থ হয়েছে, এক্ষেত্রেও তেমনটাই ঘটবে।
একই ধরনের অভিমত ব্যক্ত করেছেন, যুক্তরাষ্ট্রে নিয়োজিত আফগান রাষ্ট্রদূত হামদুল্লাহ মোহিব। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ অতীতের চেয়ে আরও কঠোর হবে।' তবে কী কী ব্যবস্থা নেয়া হতে পারে তা উল্লেখ করেননি তিনি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানের ১৬ বছরের যুদ্ধ নিয়ে আঞ্চলিক পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে তারা বৃহত্তর সহযোগিতার সম্পর্ক চান। এই সম্পর্কের অবনতি তারা চান না। আঞ্চলিক পর্যালোচনা শেষ না হওয়ার আগে তা নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস ও পেন্টাগন। ওয়াশিংটনে নিয়োজিত পাকিস্তান দূতাবাসও এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি। তবে পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্প বলেছেন, 'জাতীয় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান অংশীদার হিসেবে কাজ করে যাবে।'যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক বিশেষজ্ঞরা দাবি করে আসছেন, পাকিস্তান তালেবান সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দেয়। ফলে তারা সেখান থেকে আফগানিস্তানে হামলা চালাতে সক্ষম হয়। এরই মধ্যে আফগানিস্তানে আরও কয়েক হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানকে লক্ষ্যবস্তুতে পরিণতকারী পাকিস্তানি জঙ্গিদের ওপর চাপ প্রয়োগ না করা হলে অতিরিক্ত সেনা মোতায়েন করেও কোনো কাজ হবে না।
দীর্ঘদিন ধরে আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে আসছে কাবুল। তবে জঙ্গিদের জন্য অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান। দেশটির গোয়েন্দা সংস্থা_ আইএসআইয়ের সঙ্গে হাক্কানি নেটওয়ার্ক জঙ্গিদের সংশ্লিষ্টতা থাকার অভিযোগও নাকচ করে আসছে ইসলামাবাদ।অন্যদিকে, পাকিস্তানে হাক্কানি নেটওয়ার্কের উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে উদ্বেগ জানিয়ে আসছে। ২০১২ সালে হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অ্যাডমিরাল ও তৎকালীন শীর্ষ সামরিক কর্মকর্তা মাইক মুলেন কংগ্রেসে দাবি করেছিলেন, হাক্কানি নেটওয়ার্ক আইএসআইয়ের 'একনিষ্ঠ সহায়ক'।২০০৪ সালে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানকে ন্যাটো বহির্ভূত বড় মিত্র হিসেবে স্বীকৃতি দেয় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের প্রশাসন। আল-কায়েদা ও তালেবানবিরোধী মার্কিন যুদ্ধে পাকিস্তানকে ওই স্বীকৃতি দেয়াটা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছিল।
ওয়াশিংটনে নিয়োজিত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক ঊর্ধ্বতন পরিচালক লিসা কার্টিস যৌথভাবে একটি প্রতিবেদন তৈরি করেছেন। ওই প্রতিবেদনে সুপারিশ করা হয়, যেন ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে দেয়া ন্যাটো বহির্ভূত বড় মিত্র মর্যাদা প্রত্যাহার করে নেয়ার হুমকি দেয়। এর জন্য যেন পাকিস্তানকে ৬ মাসের সময় বেঁধে দেয়া হয়।
২০০২ সাল থেকে পাকিস্তানকে তিন হাজার ৩০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে এক হাজার ৪০০ কোটি ডলারেরও বেশি সহায়তা দেয়া হয়েছে তথাকথিত 'কোয়ালিশন সাপোর্ট ফান্ডস'কে (সিএসএফ)। কোয়ালিশন সাপোর্ট ফান্ডস হলো, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি কর্মসূচি, যার বরাদ্দ সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে ভাগ করে দেয়া হয়। গত বছর সিএসএফ তহবিল বাবদ পাকিস্তানকে ৩০ কোটি ডলার বরাদ্দ না দেয়ার সিদ্ধান্ত নেয় পেন্টাগন। হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পাকিস্তান যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে তহবিল অনুমোদন করতে অস্বীকৃতি জানান তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার।প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের প্রশাসনই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ তুলে আসছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে সম্প্রতি দেশ দু'টির মধ্যে টানাপড়েন চলছে। ফেব্রুয়ারির মাঝামাঝি একবার দুই দেশের মধ্যকার সীমান্ত বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। এ ছাড়া গত মাসে আফগান সেনাবাহিনীর গুলিতে নয় পাকিস্তানি নিহত হয়। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক মানুষও ছিলেন। এরপর পাল্টা হামলায় আফগান ৫০ সেনা নিহত হওয়ার দাবি করেছিল পাকিস্তান সেনাবাহিনী।