News71.com
 International
 21 Jun 17, 11:25 AM
 184           
 0
 21 Jun 17, 11:25 AM

ভারতের মধ্যপ্রদেশে বাড়ছে ঋণগ্রস্থ কৃষকের আত্মহত্যার সংখ্যা ।

ভারতের মধ্যপ্রদেশে বাড়ছে ঋণগ্রস্থ কৃষকের আত্মহত্যার সংখ্যা ।

আন্তর্জাতিক ডেস্কঃ ঋণের দায়ে দুই সপ্তাহেই প্রাণ দিলেন ১৫ জন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে কৃষক আত্মহত্যার ঘটনা। তাদের বেশির ভাগই ঋণের দায়ে এই পথ বেছে নিচ্ছেন। শেষ খবর পর্যন্ত সোমবার ঋণের দায়ে আত্মহত্যা করেছেন আরও তিন কৃষক। চলতি হিসাব অনুযায়ী, ৮ জুন থেকে মঙ্গলবার পর্যন্ত মাত্র দুই সপ্তাহেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মোট ১৫ জন কৃষক। ফলে ব্যাপক চাপে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। সংবাদসূত্র ; সোমবার সকালে মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের নিজ জেলা সেহোরের জামুনিয়া খুর্দ গ্রামে বংশীলাল মিনা নামে ৫৫ বছরের এক কৃষক আত্মহত্যা করেন। শুধু এই জেলা থেকেই এবার আত্মহত্যা করেছেন পাঁচজন। বংশীলালের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ১১ লাখ রুপি ঋণের দায়ে আত্মহত্যা করেছেন তিনি।

সায়র বামোর গ্রামে আত্মহত্যা করেছেন ৩৫ বছর বয়সী কৃষক জীবন সিং মিনা। সোমবার দুপুরে পিলিয়া ব্যাস গ্রামে পেয়ারেলাল ওয়াদ নামের ৬০ বছর বয়সী এক কৃষক আত্মহত্যা করেন। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, আড়াই লাখ রুপির ঋণের চাপে ছিলেন ওই বৃদ্ধ কৃষক। প্রতিটি ক্ষেত্রেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এরই প্রেক্ষাপটে বিজেপিশাসিত মধ্যপ্রদেশে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এখন বেশ চাপের মুখে রয়েছেন। এদিকে, মোদি সরকারের কৃষিনীতিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি অভিযোগ করেন, 'মোদি সরকার কৃষকমুক্ত ভারত তৈরি করতে চাইছে।' কেন্দ্রের সমালোচনা করতে গিয়ে সিন্ধিয়া টেনে এনেছেন কৃষকদের প্রাপ্য নূ্যনতম সাহায্য মূল্যের (এমএসপি) প্রসঙ্গ। তিনি বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর কৃষকদের সাহায্য মূল খরচের ৫০ শতাংশ করার কথা বলেছিলেন মোদি।

কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। সিন্ধিয়া আরও বলেন, 'আসলে শিবরাজ সিং চৌহান কৃষকদের অবস্থা নিয়ে উদাসীন। কারণ কেন্দ্রীয় সরকারও চাইছে না অবস্থার উন্নতি হোক।' মধ্যপ্রদেশের কৃষকরা ঋণের অর্থ মওকুফ করে দেয়ার দাবিতে আন্দোলন করছেন। কয়দিন আগে সেই আন্দোলন তীব্র রূপ নেয়। তাদের আন্দোলনের মুখে রাজ্য সরকার কৃষিঋণসহ অনেক বিষয়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়।ভারতে কৃষকের আত্মহত্যা অবশ্য নতুন কোনো ইস্যু নয়। 'মেরিল লিঞ্চ সংস্থা'র সাম্প্রতিক এক সমীক্ষায় জানা যায়, গোটা ভারতের অনাদায়ী কৃষিঋণ প্রায় তিন লাখ কোটি রুপি। এই ঋণের চাপে জর্জরিত হয়ে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। ১৯৯৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারি হিসাবে আত্মঘাতী কৃষকের সংখ্যা তিন লাখ ১৮ হাজার ৫২৮।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন