News71.com
 International
 20 Jun 17, 08:54 PM
 183           
 0
 20 Jun 17, 08:54 PM

বিমান হামলায় মারা যায়নি আইএস প্রধান বাগদাদি ।। রাশিয়া  

বিমান হামলায় মারা যায়নি আইএস প্রধান বাগদাদি ।। রাশিয়া   

আন্তর্জাতিক ডেস্কঃ মনে হচ্ছে এবারও বেঁচে গেছেন আইএস প্রধান বাগদাদি,বিমান হামলায় মারা যাননি তিনি। আজ মঙ্গলবার রাশিয়া জানায়,গত মাসে গৃহযুদ্ধকবলিত সিরিয়ায় বিমান হামলায় আইএস প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত নয় তারা। এর আগে অবশ্য মস্কো দাবি করেছিল যে রুশ হামলায় নিহত হয়েছে দুনিয়া কাঁপানো সন্ত্রাসী সংগঠেনর এই শীর্ষ নেতা।রুশ উপপররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ বলেন,ইসলামিক স্টেট প্রধান বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ৪ দিন আগে রুশ সশস্ত্রবাহিনী দাবি করেছিল,গত ২৮ মে আইএসের কথিত রাজধানী রাক্কায় চালানো বিমান হামলায় সম্ভবত বাগাদাদি নিহত হয়েছে।

গত সপ্তাহেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে যে বিমান হামলায় বাগাদাদিসহ আইএসের কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছে। এই খবরের সঙ্গে তারা হামলার একটি ছবিও প্রকাশ করেছিল। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করতে অসমর্থতার কথা জানায় তখন। প্রসঙ্গত,বাগদাদিকে হত্যায় রুশ দাবির কিছুদিন আগে টেলিভিশনেও আইএস প্রধানের নিহত হওয়ার খবর প্রচার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন