আন্তর্জাতিক ডেস্ক : অশান্ত কাশ্মীর। প্রতিদিন নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। তাদের পাল্টা কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা জওয়ানরা। এই পরিস্থিতিতেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তাই অমরনাথ যাত্রার প্রাক্কালে পহেলগাঁও এবং বলতালে তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে ২৪ টি উদ্ধারকারী দল এবং ৩৫ টি ডগ স্কোয়াড মোতায়েন করা হবে। আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে পবিত্র অমরনাথ যাত্রা। ৩,৮৮০ মিটার উচ্চতায় ৪০ দিনের এই সফরকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাইজন্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। যে ২৪টি উদ্ধারকারী দল মোতায়েন করা থাকবে অমরনাথের পথে, তার মধ্যে থাকবে জম্মু-কাশ্মীর পুলিশের সদস্যরা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এছাড়া তাঁদের সঙ্গে থাকবে অক্সিজেন সিলিন্ডারও।
আগামী ২৯ জুন অনন্তনাগ জেলার পহেলগাঁও থেকে এবং গান্দেরবল জেলার বলতালের রাস্তা ধরে এগোবে অমরনাথ তীর্থযাত্রীরা। এই যাত্রা শেষ হবে রাখী বন্ধনের দিন, অর্থাত্ আগামী ৭ অগাস্ট। এমনকি মহিলা এবং প্রবীণ নাগরিকদের সাহায্য করতে থাকবে জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ৮টি দল। এছাড়া যাত্রাপথে কোনও সমস্যায় পড়লে যাতে সঙ্গে সঙ্গে সাহায্য মেলে, তারজন্যেও থাকবে বিশেষ উদ্ধারকারী দল। ডগ স্কোয়াড থাকবে আগাম নাশকতা থেকে তীর্থযাত্রীদের রক্ষা করতে। পহেলগাঁওয়ের বিভিন্ন রুটে মোট ২৭টি ডগ স্কোয়াড থাকবে, বলতালে থাকবে ৮ টি ডগ স্কোয়াড।