News71.com
 International
 20 Jun 17, 08:22 PM
 188           
 0
 20 Jun 17, 08:22 PM

বিক্ষোভের আশঙ্কায় মোদীর লখনউ সফরের আগেই ২২ জনকে আটক করল পুলিশ

বিক্ষোভের আশঙ্কায় মোদীর লখনউ সফরের আগেই ২২ জনকে আটক করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা উত্তরপ্রদেশের লখনউতে। কেউ যাতে কোনও ঝুটঝামেলা না করতে পারে তার আগাম ব্যবস্থা হিসেবে ২২ জনকে আটক করেছে পুলিশ। সিনিয়র পুলিশ সুপার দীপক কুমার বলেছেন, এদিন ভিভিআইপি-র সফরের সময় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলতে পারে বলে সন্দেহে ২২ জনকে আটক করা হয়েছে।
ধৃতদের মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টি (সপা)-র কয়েকজন তরুণ নেতা। প্রধানমন্ত্রীর কনভয় আটকে দিতে পারেন বা অন্য কোনও ধরনের ঝামেলা করতে পারেন বলে সন্দেহে তাঁদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৭ জুন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লখনউ বিশ্ববিদ্যালয়ে সফরের সময় কিছু ছাত্র নেতা কনভয় আটকে স্লোগান দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কনভয় বিশ্ববিদ্যালয়র চত্বরের দিকে এগোনোর সময় সপা-র ছাত্র সংগঠন ছাত্রসভা ও অন্যান্য কয়েকটি সংগঠনের ছাত্র নেতারা রাস্তায় বসে পড়েন এবং স্লোগান দিতে থাকেন। তাঁরা কালো পতাকাও দেখান।
বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছিল পুলিশকে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রধানমন্ত্রীর সফরে কোনও ঝুঁকি নিতে চাইছে না।

গত বছর উত্তরপ্রদেশে ভীমরাও আম্বেডকর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় বিক্ষোভের ঘটনা ঘটেছিল। পুলিশ বিক্ষোভকারী ছাত্রদের অডিটোরিয়াম থেকে বের করে দিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন