আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে জঙ্গিদের নিশানায় ফের মার্কিনসেনা। দেশের রাজধানী কাবুল থেকে ৪০ কিলোমিটার দূরে,মার্কিন–ন্যাটোবাহিনীর বৃহত্তম ঘাঁটি,বাগরম বিমানবাহিনীর ঘাঁটিতে এবার হামলা চালাল একদল জঙ্গি। গতকাল সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ টহল দিতে বেরোচ্ছিল নিরাপত্তাবাহিনীর একটি দল। সেই সময় ওইঘাঁটি সংলগ্ন শাহ কাহ গ্রাম থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল জঙ্গি। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের মধ্যে সঙ্ঘর্ষ চলাকালীন মৃত্যু হয় ৮ আফগান সেনার।
গুরুতর আহত হয়েছেন দু’জন। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত হামলার দায় নেয়নি কোনও সংগঠন। গত এক সপ্তাহে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এই নিয়ে দ্বিতীয়বার হামলা চালাল জঙ্গিরা। সেনার উর্দি গায়ে চাপিয়ে গত শনিবার,আফগানিস্তানের শাহিন সেনাক্যাম্পে হামলা চালায় একদল জঙ্গি। তাতে ৮ মার্কিন সেনাকর্মী আহত হন। সেবার হামলার দায় নিয়েছিল তালিবান।বছররে শুরুতেই ওই শাহিন ক্যাম্পে হামলা চালিয়েছিল তালিবান জঙ্গিরা। সেবারও আফগান সেনার উর্দি পড়ে সেনাক্যাম্পে ঢুকে পড়েছিল তারা। তাতে ১৬০ জন প্রাণ হারান।