News71.com
 International
 20 Jun 17, 04:42 PM
 160           
 0
 20 Jun 17, 04:42 PM

অবরোধ থাকতে কোনো সমঝোতা নয়।।কাতার  

অবরোধ থাকতে কোনো সমঝোতা নয়।।কাতার   

আন্তর্জাতিক ডেস্কঃ অবরোধ তুলে নেয়ার আগে আরব দেশগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যেতে চায় না কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি গতকাল সোমবার বলেছেন,কাতারে অবরোধ থাকতে কোনো সমঝোতা নয়। সমঝোতার পথ খুলতে আগে অবরোধ তুলে নিতে হবে।

গত ৫ জুন সন্ত্রাসবাদের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক ও ভ্রমণ সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব,বাহরাইন,মিশর ও সংযুক্ত আরব আমিরাত। তবে কাতার এমন অভিযোগ অস্বীকার করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন,অবরোধ তুলে নেয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেয়া হলে আমরা কোনো সমঝোতায় যেতে চাই না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন