News71.com
 International
 20 Jun 17, 02:45 PM
 171           
 0
 20 Jun 17, 02:45 PM

এশিয়া মহাদেশেই রয়েছে ক্যান্সার ও এইচআইভি প্রতিষেধক উদ্ভিদ।।

এশিয়া মহাদেশেই রয়েছে ক্যান্সার ও এইচআইভি প্রতিষেধক উদ্ভিদ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়া মহাদেশেই রয়েছে মরণ রোগ ক্যান্সারসহ এইচআইভির প্রতিষেধক। সাম্প্রতিককালে একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য। বিজ্ঞানীদের মতে,এশিয়া মহাদেশে এমন একটি গাছের সন্ধান পাওয়া গেছে যা এজিটি ড্রাগের থেকেও বেশি শক্তিশালী। এইচআইভির আক্রমণ প্রতিহত করতে এজিটি ড্রাগ ব্যবহার করা হতো। গুল্ম জাতীয় এক প্রকারের উদ্ভিদ জন্মায় পূর্ব এশিয়ায়। মোট ৪৫০০ টিরও বেশি প্ল্যান্টের উপরে গবেষণা করে জানা গেছে যে এই গাছের নির্যাস থেকে রোধ করা যাবে এইচআইভি।

আমেরিকার শিকাগোর শহরের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে এই নিয়ে গবেষণা চালিয়েছেন। ভিয়েতনামের রাজধানী শহর হ্যানয়ের এক ন্যাশনাল পার্কে জন্মায় এই বিশেষ প্রকারের উদ্ভিদ। যেগুলি নিয়েই গবেষণা চালিয়েছেন শিকাগোর গবেষকেরা। এই গুল্মের নির্যাস থেকে শুধুমাত্র ক্যান্সার এবং এইচআইভি রোগ প্রতিরোধ নয় যক্ষ্মা এবং ম্যালেরিয়া রোগ প্রতিষেধক হিসেবেও বিশেষ উপকার দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন