আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। গতকাল সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডলে রাহুলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন,কংগ্রেস সহ সভাপতি,শ্রী রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা। ওঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।
টুইটারে কংগ্রেস সহ সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি লেখেন,রাহুল গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানাই। সুখে জীবন কাটান। সুস্থ থাকুন। আপনার দীর্ঘজীবন কামনা করি। এ বছর ৪৭-এ পা দিলেন রাহুল গান্ধী। কৃষক আন্দোলনে উত্তপ্ত মধ্যপ্রদেশে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সম্প্রতি প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি। তবে আপাতত দেশের বাইরে তিনি। ইটালিতে দিদিমা ও মামারবাড়ির সকলের সঙ্গে সময় কাটাচ্ছেন।