আন্তর্জাতিক ডেস্কঃ সুড়ঙ্গ খুঁড়ে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি কারাগার থেকে পালিয়েছে চার বিদেশি কয়েদি। গতকাল সোমবার দ্বীপটির কেরোবোকান কারাগারে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া এসব কয়েদির পরিচয়ও প্রকাশ করেছে ইন্দোনেশিয়ান পুলিশ। তারা হচ্ছেন-অস্ট্রেলিয়ান শন এডওয়ার্ড ডেভিডসন,বুলগেরিয়ান ডিমিটার নিকোলভ,ভারতীয় সায়েদ মুহাম্মদ ও মালয়েশিয়ান নাগরিক তি কোক কিং।
কারাগারের গভর্নর টনি নেইনগোলান জানান,কয়েদিরা পালাতে ৩৯ ফুট লম্বা সুড়ঙ্গ খুড়েছে। এটি তৈরি করতে অন্তত এক সপ্তাহ বা তারও বেশি সময় লেগেছে। জেল কর্তৃপক্ষের ধারণা পালিয়ে যাওয়া কয়েদিরা এখনো বালি দ্বীপেই আছেন। নেইনগোলান আরো বলেন,সুড়ঙ্গের প্রবেশমুখে বালতি,তোয়ালে ও স্যান্ডেল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে,কয়েদিরা পালিয়ে যাওয়ার সময় এগুলো ফেলে গেছেন। জানা গেছে,ইন্দোনেশিয়ায় মাদক সংক্রান্ত অপরাধের জন্য সম্প্রতি প্রচুর পরিমাণে দেশ-বিদেশের নাগরিকদের আটক করা হয়। এছাড়া দেশটিতে এ ধরণের পলায়ন খুব একটা নতুন নয়। এই চারজন বিদেশী মাদক ও জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে কারাবাস করছিলেন।