News71.com
 International
 19 Jun 17, 08:16 PM
 230           
 0
 19 Jun 17, 08:16 PM

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণ, ৬ সেনা নিহত আহত ৪।।  

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণ, ৬ সেনা নিহত আহত ৪।।   

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আজ সোমবার এক বোমা বিস্ফোরণে ছয় সেনা নিহত ও অপর চারজন গুরুতর আহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। ধারণা করা হচ্ছে,স্থানীয় বিদ্রোহীরা বোমাটি পেতে রেখেছিল। ব্যাংকক থেকে প্রায় ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণে পাত্তানি প্রদেশের থুং ইয়াং ডায়েং অঞ্চলের একটি সড়কে শক্তিশালী এই বিস্ফোরণটি ঘটে। সুত্র জানাচ্ছে, হামলাকারীদের সঠিক সংখ্যা ও পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়,টাস্ক ফোর্স-২৫ এর সেনারা একটি মিশনে যাওয়ার পথে এ বিস্ফোরণ ঘটে। সন্দেহভাজন দুষ্কৃতকারীরা এখনো নিখোঁজ রয়েছে। এছাড়া, থাইল্যান্ডের দক্ষিণ প্রান্তের তিনটি প্রদেশ পাত্তানি,ইয়ালা ও রানাথিওয়াতেও বিস্ফোরণ ও হামলা চালানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন