News71.com
 International
 19 Jun 17, 03:43 PM
 192           
 0
 19 Jun 17, 03:43 PM

চীনে প্রবল বৃষ্টিপাত,নিখোঁজ ৬।।  

চীনে প্রবল বৃষ্টিপাত,নিখোঁজ ৬।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে রাজধানী বেইজিংয়ের পশ্চিমাঞ্চলে গতকাল রবিবার বিকেল পর্যন্ত হওয়া প্রবল বর্ষণে ছয়জন নিখোঁজ হয়েছে। আজ সোমবার দেশটির মিউনিসিপাল গভর্নমেন্ট একথা জানিয়েছে। এছাড়া বেইজিংয়ের পশ্চিম প্রান্তের জেনতোউগোউ অঞ্চলের ঝাইতাং শহরে আরো ১১ জন নিখোঁজ রয়েছে।

জানা গেছে,প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে স্থানীয় একটি নদীতে পানি প্রবাহের কারণে নিখোঁজের এই ঘটনা ঘটেছে বলে বেইজিং সরকারের প্রেস অফিস এর উইবো অ্যাকাউন্ট জানিয়েছে। তারা আরো বলছে,ভোর ৫ টায় নিখোঁজদের মধ্যে ৫ জনকে উদ্ধার করা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন