News71.com
 International
 19 Jun 17, 03:33 PM
 250           
 0
 19 Jun 17, 03:33 PM

ভারতের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ প্রয়াত।।  

ভারতের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ প্রয়াত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বার্ধ্যক্যজনিত অসুস্থতার কারণে ২০১৫ সাল থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বুধবার তার কিডনির স্টেন্ট বদল হয়। এরপর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আজ সোমবার মৃত্যবরণ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী আত্মস্থানন্দের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। স্বামী আত্মস্থানন্দের নশ্বর দেহে যাতে ভক্তরা শ্রদ্ধা জানাতে পারেন,তার জন্য আজ সারা রাত বেলুড় মঠের দরজা খোলা থাকবে।

সুত্র জানিয়েছে,দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে প্রয়াত অধ্যক্ষের নশ্বর দেহ বেলুড় মঠে নিয়ে যাওয়া হয়েছে। অগণিত শিষ্য এবং ভক্তদের জন্য তার দেহ আগামীকাল রাত পর্যন্ত বেলুড় মঠে শায়িত থাকবে বলে রামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রে জানা গেছে। শিষ্য ও ভক্তরা যাতে মরদেহে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন,সে জন্য আজ সারা রাত বেলুড় মঠের দরজা খোলা থাকবে। আগামীকাল অর্থাৎ আজ সোমবার রাত ৯টার পর তার শেষকৃত্য সম্পন্ন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন