নিউজ ডেস্কঃ জাপানের রাজধানী টোকিওতে এখনও দেখা যায় হাজার বছরের পুরনো চর্চা। লোকবিশ্বাস থেকে আয়োজন করা হয় বিভিন্ন ধরণের শেষকৃত্য। জগতের সবকিছুরই প্রাণ আছে- এমন ধারণা থেকেই এই আয়োজন করছে টোকিওর মানুষ। টোকিওর ফিউনারেল হোমে এলে দেখা যাবে শত শত পুতুল, হ্যালো কিটি থেকে শুরু করে তাকে স্থান পেয়েছে ডিজনির জনপ্রিয় চরিত্রগুলোও। কিন্তু এরা কেউই সাজিয়ে রাখার জন্য আসেনি, এখানে আয়োজন করা হবে পুতুলগুলোর শেষকৃত্য অনুষ্ঠান।
আধুনিক সময়েও জাপানের টোকিওতে হাজার বছরের পুরনো রীতি অনুযায়ী মানা হয়, ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের প্রাণ আছে, রয়েছে আত্মা। আর তাই মানুষের মতো সবকিছুরই শেষকৃত্য অনুষ্ঠান করা প্রয়োজন। শিনগিও গোতো জানান,সবকিছুরই আত্মা রয়েছে, সেটা যাই হোক না কেন। একটি সুই থেকে শুরু করে একজোড়া কাঁচি কিংবা একটি ডিম, সবকিছুই। আমরা এগুলোর ওপরই বেঁচে থাকি, আমাদের এসবের গুরুত্ব বুঝতে হবে।
এই বিশ্বাসকে পুঁজি করেই, প্রিয় পুতুলগুলো ফেলে দেয়ার আগে এগুলোর আত্মাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে এখানে নিয়ে এসেছেন অনেকে। প্রার্থনা আর পরকালের জন্য শুভকামনার মাধ্যমে হয় প্রিয় পুতুলগুলোর শেষকৃত্য অনুষ্ঠান। বৌদ্ধ সন্ন্যাসী জানান,আমাদের বিশ্বাস প্রত্যেকটি পুতুলের ভেতরে একটি করে আত্মা বাস করে। তাই আমি আত্মাগুলো বের করি। বিদায়ের আগে অংশগ্রহণকারীদের সাথে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিটি পুতুলের জন্য ৫০০ ইয়েন গুনতে হয় পুতুলের মালিকদের। ধারণা করা হয়, জাপানের প্রাচীন ধর্ম শিনতো আর বৌদ্ধধর্মের কারণে সর্বপ্রাণবাদের মতো বিশ্বাস আজও চর্চা করা হচ্ছে।