News71.com
 International
 17 Jun 17, 11:20 AM
 240           
 0
 17 Jun 17, 11:20 AM

আইএসের এখন টার্গেট বাংলাদেশ ভারত ও শ্রীলংকার তরুণরা।  

আইএসের এখন টার্গেট বাংলাদেশ ভারত ও শ্রীলংকার তরুণরা।   

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সংগ্রহ করাই তার কাজ। এ জন্য বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার তরুণদের টার্গেট করে সে। তারপর ফেসবুক ও বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে তাদের সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে আইএসের উগ্র মতবাদের প্রতি তরুণদের আকৃষ্ট করে মগজধোলাইয়ের কাজটি সারে। এরপর পথভ্রষ্ট তরুণদের নিয়োগ দেয় আইএসে। ভারতীয় উপমহাদেশে আইএসের প্রধান নিয়োগদাতার দায়িত্ব পালনকারী এই জঙ্গির নাম

মোহাম্মদ শফি আরমার (৩০)। ভারতের কর্ণাটকের ভাটকালের বাসিন্দা সে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র 'বিশ্বব্যাপী বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী' বা এসডিজিটি তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করে। এসডিজিটি তালিকায় নাম ওঠার অর্থ হচ্ছে, এই জঙ্গির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। খবরে বলা হয়, শফি আরমারই প্রথম ভারতীয় আইএস নেতা, যার নাম মার্কিন ওই তালিকায় উঠল। পলাতক শফি আরমারের আরও অনেক নাম রয়েছে।

কখনও তিনি 'ছোটে মওলা', কখনও 'অঞ্জন ভাই' কখনও বা 'ইউসুফ আল-হিন্দি'। তার বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করেছে।মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, শফি আরমার ভারতে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন (এফটিও) এবং এসডিজিটির প্রধান নিয়োগদাতা ও নেতা। সে আইএসের প্রতি সহানুভূতিশীল তরুণদের নিয়ে কয়েকটি গ্রুপ বানিয়েছে। এসব তরুণ ভারতজুড়ে সন্ত্রাসী তৎপরতায় জড়িত। তারা হামলার ষড়যন্ত্র করে। অস্ত্র সংগ্রহ ও সন্ত্রাসবাদী প্রশিক্ষণের জন্য স্থান খুঁজে বের করার কাজ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন