আন্তর্জাতিক ডেস্ক : ঘটনার ৩৬ ঘণ্টা পরও পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। তবে ভবনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।জানা গেছে, একটি বৃষ্টি প্রতিরোধী কভারের কারণে মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়েছিল।উল্লেখ্য, গত বুধবার ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।জানা গেছে, ওই ভবনে জিংকের রেইন স্ক্রিন ক্যাডিং ব্যবহার করা হয়েছিল।ক্যাডিং সাধারণত কাঠ, প্লাস্টিক কিংবা মেটাল দিয়ে তৈরি করা হয়। এটি পানি বা বাষ্প বের হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এতে করে বৃষ্টির পানি দেয়ালে প্রবেশ করতে পারে না। এ ছাড়া নিচের প্রলেপে তাপমাত্রা নিয়ন্ত্রণেরও ব্যবস্থা রয়েছে। অগ্নিনিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ গ্রাহাম ফিল্ডহাউস বলেন, ক্যাডিংয়ের পেছনের বস্তুগুলো অদাহ্য হওয়ার কথা। আমি জানি না তারা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছে কিনা।তিনিও মনে করেন বৃষ্টি প্রতিরোধক এই ক্যাডিংয়ের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনে পুড়ে যাওয়া গ্রেনফেল টাওয়ারদর্শীরা জানান, তৃতীয় কিংবা চতুর্থ তলায় আগুণের সূত্রপাত হয়। তারা নীল আগুনের আভা দেখতে পান, যা গ্যাস বিস্ফোরণ থেকে হয়ে থাকতে পারে। ১৯৭৩ সালে নির্মিত এই ভবনটিকে গত বছরই সংস্কার করা হয়েছিল। সেই সময়ই তাপমাত্রা নিয়ন্ত্রণ আর আধুনিকায়নের জন্য বৃষ্টি প্রতিরোধী এক প্রলেপ ব্যবহার করা হয়েছিল ভবনে। সে কারণে তৃতীয়/চতুর্থ তলায় লাগা আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।