আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের চলমান সংঘাতের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এক অঘোষিত সফরকালে এ কথা বলেন তিনি।এ মুহূর্তে আফগান সরকার অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মুখোমুখি, সারা দেশে বিদ্রোহীরা তাদের শক্তি সংহত করছে এবং সংগ্রামরত আফগান সেনাদের সহায়তার জন্য আন্তর্জাতিক সামরিক জোট কয়েক হাজার অতিরিক্ত সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে।
এমন একটি সময় গুতেরেস দেশটিতে তার প্রথম সফর করলেন। উদ্বাস্তু ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংকট আরও ঘনীভূত করে তুলছে সমন্বিত হুমকি। এসব হুমকির কারণে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি অর্থায়ন করতে বাধ্য হচ্ছে। কাবুলের বাইরে একটি অস্থায়ী শিবিরের সামনে দাঁড়িয়ে গুতেরেস বলেন, যুদ্ধ সমাপ্তির মধ্য দিয়েই কেবল এ সমস্যার সমাধান হতে পারে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত আফগানরা এ শিবিরে বসবাস করছেন। গুতেরেস বলেন, শান্তিই এ সমস্যার সমাধান।
এদিকে আফগানিস্তানে মার্কিন সেনা বাড়ানো হবে কিনা সে ব্যাপারে কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। বুধবার সিনেট কমিটির এক শুনানিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ও কৌশলগত বিষয় মাথায় রেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আফগানিস্তানে মার্কিন সেনা বাড়ানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য পেন্টাগনকে ক্ষমতা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে দেশটিতে ৮৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। শুনানিতে ম্যাটিস বলেন, ট্রাম্প প্রশাসন আফগানিস্তানে অতীতের ভুলের পুনরাবৃত্তি করবে না।